গুগল সার্চে আর্জেন্টিনার জয় উদযাপন

আপডেট: July 11, 2021 |

পৃথিবীর কোটি দর্শকের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের সার্চ ইঞ্জিনে আর্জেন্টিনার জয় উদযাপন করছে। গুগল সার্চে ইংরেজিতে ‘কোপা আমেরিকা’ অথবা ‘আর্জেন্টিনা’ লিখে সার্চ দিলে ভার্চুয়াল আতশবাজি দেখানো হচ্ছে।

রোববার গুগলের সার্চ বক্সে শব্দগুলো লিখে দেখা গেছে প্রথমে ম্যাচের স্কোরবোর্ড আসছে। কয়েক সেকেন্ড পর ফুটছে আতশবাজি।

আর্জেন্টিনা এর আগে যেবার বড় আন্তর্জাতিক ট্রফি জেতে, তখন মেসির বয়স ছিল ছয় বছর। সেটা ১৯৯৩ সালের কথা। দীর্ঘ এই সময়ে ক্লাব ফুটবলে মেসি রীতিমতো অমরত্বের খেতাব পেলেও জাতীয় দলকে ট্রফি উপহার দিতে পারছিলেন না।

মেসি সেটি পেরেছেন এই রোবকবার। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে ম্যারাডোনার উত্তরসূরিরা। ম্যাচের একমাত্র গোলটি করেন ডি মারিয়া।

মেসি এদিন ইনজুরি নিয়ে মাঠে নামেন। জয়ের পর নিজের অফিসিয়াল ফেইসবুকে কোপার ট্রফি হাতে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘কী সুন্দর পাগলামি!!! এটা বিস্ময়কর, ধন্যবাদ ঈশ্বর!!! আমরা চ্যাম্পিয়ন!!!’

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর