সু চির বিরুদ্ধে নতুন ৪ অভিযোগ

আপডেট: July 13, 2021 |
print news

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালের একটি আদালতে অং সান সু চির বিরুদ্ধে আরও চারটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে সোমবার রয়টার্সকে সু চির আইনজীবী মিন মিন সো বলেন, অভিযোগগুলো দুর্নীতি সংক্রান্ত। আমরা জানি না তারা কেন মামলাগুলো করল? অথবা সুর্নিদিষ্ট কারণই বা কী? আমরা বিষয়গুলো খতিয়ে দেখব।

নতুন এই অভিযোগগুলোর বিষয়ে সু চির আইনজীবীরা বিস্তারিত তথ্য পাননি। শুধু জানা গেছে, সেগুলো দুর্নীতি সংক্রান্ত এবং এর মধ্যে দুটিতে সু চি সরকারের সাবেক মন্ত্রী মিন থুকেও অভিযুক্ত করা হয়েছে।

জানা গেছে, নতুন এসব মামলার ফলে সু চিকে দেশটির তিনটি ভিন্ন শহরের আদালতের মোকাবিলা করতে হতে পারে। তবে সবগুলো অভিযোগই মিথ্যা বলে দাবি করেছেন সু চির আইনজীবীরা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর