করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় ১৭ জনের মৃত্যু

আপডেট: July 19, 2021 |

গত ২৪ ঘণ্টায় কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ১৪ জন করোনা পজিটিভ এবং ৩ জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, ১৮ জুলাই রবিবার সকাল ৮টা থেকে আজ ১৯ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, হাসপাতালে এখন করোনা পজিটিভ ১৮০ জন আর উপর্সগ নিয়ে ৭০ জন মোট ২৫০ চিকিৎসা নিচ্ছেন।

জেলা প্রশাসনের হিসেবে, ২৪ ঘণ্টায় ৭২১টি নমুনা পরীক্ষায় ২০৪ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.২৯ শতাংশ। এসময়ে আরোগ্য লাভ করেছেন ১২৭ জন।

গত ৭ দিনে ১,৫৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৭ দিনে কুষ্টিয়ায় করোনা পজিটিভ ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে করোনা উপসর্গে আরো অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শুধু করোনা আক্রান্ত ৪২৩ জনের মৃত্যু হলো।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর