কাকরাইলে সংঘর্ষ: ৩ মামলায় আসামি ৪ হাজারের বেশি

আপডেট: October 17, 2021 |
print news

কুমিল্লার ঘটনার জের ধরে ঢাকার কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। আসামি করা হয়েছে ৪ হাজার জনের বেশি।

পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা, পল্টন ও চকবাজার থানায় মামলা ৩টি করেছে।

পল্টন থানার মামলায় খেলাফত আন্দোলনের আমির জাফরুল্লাহ খানসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই থেকে আড়াই হাজার মানুষকে আসামি করা হয়েছে।

আর রমনা থানার মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় দেড় হাজার মানুষকে আসামি করা হয়েছে।

পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া গণমাধ্যমকে বলেন, যে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে ৬ জনকে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর সংঘর্ষের সময় গ্রেপ্তার করা হয়েছিল। আমির জাফরুল্লাহসহ পাঁচজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, গ্রেপ্তার ছয়জনকে শনিবার আদালতে হাজির করলে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

চকবাজার থানার ওসি আবদুল কাইয়ুম বলেন, ‘এই থানায় ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৪০ জনের নামে মামলা হয়েছে।’

রমনা থানার (ওসি) মনিরুল ইসলাম জানান, তার থানার মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় দেড় হাজার মানুষকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, যাদের নাম উল্লেখ করা হয়েছে, শুক্রবার সংঘর্ষের সময় তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতে হাজির করা হলে তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর