বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে পিয়ালের মিউজিক ভিডিও

আপডেট: October 29, 2021 |
print news

বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে নতুন মিউজিক ভিডিও বানালেন মাহাদি হাসান পিয়াল। মিউজিক ভিডিওটির নাম দেওয়া হয়েছে ‘বাংলার দামাল পোলা।’ গানটির কথা , সুর ও কণ্ঠ দিয়েছেন তারেক এবং বিচ্ছিন্ন আবেগ। সংগীত পরিচালনা করেছেন জিএস তুহিন।

গানের মডেল হয়েছেন গানটির গায়ক এবং সাইকা। আরও আছেন শাকিল, ইশান, আয়ান, মাহাদিন, আরফিন, মনিরসহ অনেকে। এটির ডান্স কোরিওগ্রাফারে ছিলেন ফ্লাই ফারুক। গানটি প্রযোজনা করেছে আমন্ত্রণ এন্টারটেইনমেন্ট ইউকে।

গানটি রিলিজ করা হয়েছে ইউটিউব চ্যানেল ‘এম এইচ পি এন্টারটেইনমেন্ট’ ও ফেসবুক পেজ ‘তারেক অ্যান্ড বিচ্ছিন্ন আবেগ অফিসিয়াল পেজ’-এ।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর