বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে : হানিফ

আপডেট: October 30, 2021 |
উল আলম হানিফ
print news

বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

শনিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে কৃষক লীগ আয়োজিত ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, মন্দিরে কোরআন শরিফ রেখে পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা করেছে বিএনপি। তাই তাদের বিরুদ্ধে আলেম ওলামাদের সোচ্চার হতে হবে।

তিনি বলেন, কোরআনের অবমাননার দায়ে বিএনপি নেতাদের আদালতের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বিএনপির বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের এই নেতা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর