করোনায় বাবা-মা হারিয়েছে যুক্তরাষ্ট্রে এক লাখ ৪০ হাজার শিশু

আপডেট: November 17, 2021 |
print news

মহামারি করোনাভাইরাসজনিত কারণে যুক্তরাষ্ট্রের এক লাখ ৪০ হাজারেরও বেশি শিশু তাদের বাবা-মা অথবা তত্ত্বাবধায়ককে হারিয়েছে। নতুন একটি জরিপের উদ্ধৃতি দিয়ে বিজনেস ইনসাইডার এ তথ্য জানায়। খবর এএফপি’র।

ওই জরিপ প্রতিবেদনে বলা হয়, এর ফলে আমেরিকার প্রতি ৫শ’ শিশুর প্রায় একজন আকস্মিক দুর্বিপাকের মুখে পড়েছে।

এতে আরো বলা হয়, এমন নিদারুণ পরিস্থিতি এসব শিশুকে অতিরিক্ত মানসিক ও আর্থিক চাপের মুখে রাখবে।

ইউ. এস. ফিনান্সিয়াল নিউজ ওয়েবসাইট পরিবেশিত খবরে বলা হয়, এ উপাত্তে জাতিগত ব্যাপক অসমতা পরিলক্ষিত হয় এবং এসব শিশুর অধিকাংশ (প্রায় ৬৫ শতাংশ) জাতিগতভাবে সংখ্যালঘু গ্রুপের সদস্য।

জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র হচ্ছে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। এ পর্যন্ত দেশটিতে চার কোটি ৭০ লাখেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত এবং সাত লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের শেষের দিকে চীনে প্রথম করোনাভাইরাসের প্রার্দুভাব দেখা দেয় এবং পরে তা বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর