সাড়ে ৪ হাজার বছরের পুরনো সূর্যমন্দির মিলল মিশরে

আপডেট: November 17, 2021 |

প্রত্নতাত্ত্বিক কাজ করতে গিয়ে মিশরে সন্ধান পাওয়া গেছে সাড়ে চার হাজার বছরের পুরনো এক সূর্যমন্দির। গত কয়েক দশকের মধ্যে এটিই মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

মিশরের প্রাচীন শাসক ফারাওদের নির্মিত চারটি সূর্যমন্দিরের একটির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা।

মনে করা হয়, মিশরের প্রাচীন শাসকেরা ছয়টি সূর্যমন্দির নির্মাণ করেছিলেন। এগুলির বয়স সাড়ে চার হাজার বছরের মতো। এই সূর্যমন্দিরগুলির মধ্যে এখন পর্যন্ত দুটির সন্ধান পাওয়া গিয়েছে। ১৮৯৮ সালে একটি সূর্যমন্দির আবিষ্কৃত হয়েছিল।

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে আবু ঘুরাবের পুরাকীর্তিসমৃদ্ধ একটি এলাকায় এই সূর্যমন্দিরটির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। মন্দিরের ভেতরে খালি জায়গা রয়েছে। রয়েছে বিশাল লম্বা এক স্তম্ভ। অনুমান করা হচ্ছে, সেখানেই সকলে মিলে সূর্য আরাধনা করা হত।

মেডিটেরানিয়ান অ্যান্ড ওরিয়েন্টাল কালচারের হয়ে এই পুরাতাত্ত্বিক গবেষণাটি করা হয়েছে।

এ বিষয়ে ডিরেক্টর মাসিমিলিয়ানো নুজলো জানান, ঊনিশ শতকে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল। তবে গত ৫০ বছরের মধ্যে এ সংক্রান্ত এত গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়নি।  সূত্র: সিএনএন

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর