উগান্ডার রাজধানীতে আত্মঘাতী হামলায় নিহত ৬

আপডেট: November 17, 2021 |
print news

উগান্ডার রাজধানী কাম্পালায় দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩৩ জন। মঙ্গলবার দেশটিতে এই হামলার ঘটনা ঘটেছে।

পুলিশের মুখপাত্র ফ্রেড এনানগা বলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে উগান্ডার কর্তৃপক্ষ এই হামলার জন্য জঙ্গি সংগঠনগুলোকে দায়ী করছে।

নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছে। দুটি বিস্ফোরণের একটি হয়েছে সংসদ ভবনের কাছেই, আরেকটি পুলিশ সদরদপ্তরের কাছে।

উগান্ডার ন্যাশনাল ইমার্জেন্সি কোঅর্ডিনেশন অ্যান্ড অপারেশন সেন্টার জানিয়েছে, শহরে আর কোথাও বোমা রাখা আছে কিনা তা খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর