স্বাস্থ্যকর্মীদের আইসোলেশনের মেয়াদ কমিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট: December 25, 2021 |
print news

করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের আইসোলেশনে থাকার মেয়াদ কমিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। নতুন আক্রান্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়।

সিনহুয়া জানায়, সিডিসি বৃহস্পতিবার তাদের দিকনির্দেশনা সংশোধন করেছে। এ ক্ষেত্রে তারা সুপারিশ করেছে যে করোনার উপসর্গ দেখা দেওয়া স্বাস্থ্য সেবা কর্মীরা এ ভাইরাস পরীক্ষায় নেগেটিভ হওয়ার সাত দিন পর কাজে যোগ দেবে।

আরও বলা হয়, কর্মী ঘাটতি আরও বেশি হলে আইসোলেশন মেয়াদ ফের কমানো হতে পারে।

ওই সংস্থা জানায়, বুস্টার ডোজসহ সুপারিশ করা ভ্যাকসিনের সব ডোজ পাওয়া স্বাস্থ্যকর্মীদের বাসায় কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই।

নতুন এ দিকনির্দেশনা করোনা রোগী সেবায় সরাসরি জড়িত সকল স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রয়োগ করা হবে। এতে বিভিন্ন হাসপাতাল, নার্সিং হোম, ডেন্টাল অফিস ও অন্যান্য মেডিকেল কেন্দ্র অন্তর্ভুক্ত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর