চিত্রনায়ক জায়েদ খানের মা মারা গেছেন

আপডেট: December 27, 2021 |
print news

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের মা শাহিদা হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার (২৭ ডিসেম্বর) ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। জায়েদের মা শাহিদা হক করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ছিলেন।

জায়েদ জানান, ‘ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মা করোনায় আক্রান্ত হন৷ শারীরিক অবস্থা জটিল হলে মাকে হাসপাতালে ভর্তি করি। ২০ ডিসেম্বর আইসিইউতে ছিলেন।’

সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়ে জায়েদ খান ফেসবুকে লেখেন, ‘মা আর নেই। আজ সকাল ৪টা ৫৫ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালার কী যে ইচ্ছা একমাত্র তিনিই জানেন। বাবা মারা যাওয়ার ১ বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ ২৭ তারিখ মা-কে নিয়ে গেলেন। একেবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি এবং আমার পরিবার কিভাবে সহ্য করব। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।’

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর