আবারও সংসদ নির্বাচনে অংশ নেবেন হিরো আলম

আপডেট: January 1, 2022 |
print news

এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা) থেকে আবারও অংশ নেবেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আজ ২০২২ সালের শুরুর দিন শনিবার (১ জানুয়ারি) সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে এ খবর জানান তিনি।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পোস্টে হিরো আলম লেখেন, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। আগামী সংসদ নির্বাচনে আমি হিরো আলম আবারো আসতেছি। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করেন হিরো আলম। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক পেয়েছিলেন তিনি। তার আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ১২ হাজার ৮১।

ওই নির্বাচনের আগে হিরো আলম বলেছিলেন, সুষ্ঠু ভোট হলে তার জয় কেউ ঠেকাতে পারবে না। কিন্তু নির্বাচনের পর হিরো আলমের সিংহ মার্কা মাত্র ৬৩৮ ভোট পেয়েছিলো।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর