মাটি থেকে ৪ ফুট ওপরে উঠছে আস্ত দোতলা বাড়ি (ভিডিও)

আপডেট: January 25, 2022 |
print news

অবাক করার মত দৃশ্য দেখছে ভারতের মেদেনীপুরের মানুষ। চেখের সামনে আস্ত দোতলা পাকাবাড়িকে ওঠানো হচ্ছে চারফুট উপরে, এ দৃশ্য দেখতে ভিড় জমবে এটাই তো স্বাভাবিক। হয়েছেও তাই।

ঘটনাস্থল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার বাড়কালু গ্রাম। জগদীশ সামন্তের দোতলা পাকা বাড়ি। কিন্তু সমস্যা হল, সেই বাড়িতেও প্রায় বর্ষায় জল ঢুকে যেত। বর্ষাকালে থাকা দুর্বিষহ হয়ে পড়ত। এলাকার ড্রেনেজ সিস্টেম বেহাল হওয়ার জন্যই এই দুর্বিষহ অবস্থায় পড়তে হত তাঁকে। তাই তিনি নেট ঘেঁটে সন্ধান করেন, বাড়ি না ভেঙে বা বাড়ির নিচের তলাকে ক্ষতিগ্রস্ত না করে জল যন্ত্রণার হাত থেকে কীভাবে বাঁচা যায়। ফল মিলল হাতেনাতে। বিহারের এক কোম্পানির সঙ্গে নেট মারফত যোগাযোগ করেন তিনি। একটি দ্বিতল পাকা বাড়িকে চার ফুট উঁচুতে তোলার কাজ শুরুও হল।

প্রায় ৪৫ দিনের চেষ্টায় প্রায় ৫ লক্ষ টাকা খরচ করে এই বাড়ি ওঠানোর কাজ শুরু করেছে বিহারের একটি সংস্থা।

আর এই অদ্ভুতভাবে বাড়ি ওঠানোর কাজ দেখতে জগদীশবাবুর বাড়ি এলাকায় রীতিমতো দর্শনীয় স্থান হয়ে উঠেছে।

https://youtu.be/VIhv3jbzdKo

Share Now

এই বিভাগের আরও খবর