বলিভিয়ায় যাত্রীবাহী বাস পড়ল ১৩০০ ফুট খাদে

আপডেট: January 30, 2022 |
print news

বলিভিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে। বাসটি ১ হাজার ৩০০ ফুট নিচে খাদে পড়ে যায়।
বলিভিয়ার কোছাবামবা বিভাগে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে বাসটিতে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিক তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

কোছাবামবা ট্রাফিক পুলিশের প্রধান রেনেসো এলউইস মারকাডো বলেন, বাস দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়াদের মধ্যে বাসটির চালকও আছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছেএ
স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার ওই বাস দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশু রয়েছে। আরও দুই শিশু আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। খবর এএফপি

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর