ফরিদপুর জেলা আদালতের এজলাসে আসামির মৃত্যু

আপডেট: February 1, 2022 |
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিন এর এজলাসে একটি প্রতারণা মামলার শুনানির সময়   চরভদ্রাসন উপজেলার মোলভীর চর গ্রামের  আসামী শাহজাহান মৃধা (৭০)  নামক এক ব্যাক্তি হৃদরোগে আক্রান্ত হোন। এমতাবস্থায় বর্নিত আসামীকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ গণেশ কুমার আগরওয়ালা তাকে মৃত ঘোষণা করেন।

 

জানা গেছে, ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার মৌলভীর চর গ্রামের বাসিন্দা মোঃ দুলাল মিয়া(৫০), গত বছর প্রতারণার অভিযোগে বাদী হয়ে চার জনকে আসামি করে একটি প্রতারণা মামলা দায়ের করেন। উক্ত মামলায় মৃত শাহজাহান মৃদা এক নাম্বার আসামী ছিলেন। আদলতের এজলাসে শুনানির সময় আসামি শাহজাহান মৃধা হৃদরোগে আক্রান্ত হোন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর