তাসখন্দে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করলেন বস্ত্রমন্ত্রী

আপডেট: March 27, 2022 |
print news

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি আজ রোববার উজেবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন। তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার ও জেনোসাইড কর্ণারও পরিদর্শন করেন তিনি।

এসময় উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গোলাম দস্তগীর গাজী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিতে সারা জীবন সংগ্রাম করেছেন। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর, তিনি দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। তিনি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজটি তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন।

স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন কর্মকান্ড ও সেবায় নতুন মাত্রা সংযোজন করা হয়েছে।

পাটমন্ত্রী উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ উজবেকিস্তানের বন্ধুপ্রতীম দেশ। দু’দেশের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে।

তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরামের মাধ্যমে বিনিয়োগ সুযোগ-সুবিধা সমূহ দেশের উন্নয়নের স্বার্থে ব্যবহার করার জন্য তৎপর থাকার জন্য এই কূটনীতিকের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে উজবেকিস্তানে বস্ত্র ও পাটখাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে বিনিয়োগে পরিমাণ বৃদ্ধি করার সুযোগ রয়েছে। উভয় দেশ যেন বিনিয়োগ সুবিধা গ্রহণ করে নিজ নিজ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করে সে বিষয়ে তার আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে “তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম” এ অংশগ্রহণের জন্য সরকারি সফরে তাসখন্দ রয়েছেন। আগামী ২৯ মার্চ দুপুরে তার দেশে ফেরার কথা রয়েছে। –বাসস

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর