দুদক পরিচালক জুলফিকার আলী আর নেই

আপডেট: April 6, 2022 |
print news

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. জুলফিকার আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

তার সহকর্মী ও দুদকের উপপরিচালক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন মো. জুলফিকার আলী।

ক্রনিক লিভার ডিজিজ রোগে আক্রান্ত ছিলেন তিনি। বেশ কিছুদিন ধরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

দুদক সূত্রে জানা যায়, পরিচালক মো. জুলফিকার আলী গত ৫ জানুয়ারি বরিশালে দুদকের বিভাগীয় অফিসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ভারতের হায়দ্রাবাদে চিকিৎসা নিচ্ছিলেন।

মো. জুলফিকার আলী ১৯৯৫ সালে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে দুর্নীতি দমন ব্যুরোতে যোগদান করেন।

২০০৭ সালে উপপরিচালক ও ২০১৯ সালে পরিচালক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। উপপরিচালক থেকে পরিচালক হিসেবে পদোন্নতি প্রাপ্ত ১৩ জনের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

মো. জুলফিকার আলীর গ্রামের বাড়ি ময়মনসিংহ। তবে শৈশব কেটেছে ঢাকার মহাখালী এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে পড়ালেখা করেছেন তিনি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর