বন্দী রুশ সেনাকে গুলি করে হত্যার ভিডিও ভাইরাল

ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমে একটি রাস্তায় বন্দী রুশ সেনাকে গুলি করে হত্যা করছে- এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ওই এলাকা থেকে রাশিয়ান বাহিনী পিছু হটছে।
বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জানান যে, তিনি ভিডিওটি সম্পর্কে অবগত ছিলেন। এসময় ‘এটি অবশ্যই তদন্ত করা হবে’ বলে জানান তিনি।
ধারণকৃত ভিডিওটিতে দেখা যায়, চারজন মাটিতে পড়ে আছে এবং তাদের একজনের হাত পিঠে বাঁধা। তিনজন নড়ছেন না তবে একজনকে জীবিত অবস্থায় দেখা যাচ্ছে এবং মারাত্মকভাবে আহত হলেও শ্বাসকষ্ট হচ্ছে।
ভিডিওতে আরও দেখা যায়, গুলিবিদ্ধ একজন লোক বলছে, ‘তাকে ছেড়ে দাও’। অন্য একজন উত্তর দেয় ‘আমি তাকে ছেড়ে যেতে চাই না’। তারপর একজন সৈনিক (যার মুখ ভিডিওতে দেখা যায় না) তাকে বেশ কয়েকবার গুলি করে যতক্ষণ না সে নড়াচড়া বন্ধ করে।
এ সময় পড়ে থাকা অন্য সৈন্যদের প্রতিক্রিয়া দেখানোর জন্য ভিডিওটি চারপাশে ঘুরানো হয়। সবগুলো লাশের পরনে মিলিটারি পোশাক ও রক্ত ছড়িয়ে থাকতে দেখা যায়। ওই লোকদের মধ্যে কেবল একজনের মুখ দেখা যায় – বাকি তিনজন রাস্তায় মুখ থুবড়ে পড়ে থাকায় তাদের চেহারা দেখা যায়নি।
ভিডিওটি বিশ্লেষণ করেছে বিবিসি। তারা জানায়, ঘটনাটি কিয়েভের পশ্চিমে দিমিত্রিভকা শহরের বাইরের প্রধান সড়কে। ওই সড়কটি রাস্তাটি দিমিত্রিভকা শহরকে ইরপিন ও বুচার সঙ্গে যুক্ত করেছে।
ভিডিওতে দেখানো দৃশ্যগুলো ওই এলাকার গুগল স্ট্রিট ভিউয়ের দৃশ্যের সঙ্গে মিলে যায়। তবে ঠিক কোন দিন ভিডিওটি ধারণ করা হয়েছে তা নিশ্চিত হতে পারেনি বিবিসি। ছায়ার অবস্থান দেখে বুঝা যায় এটি বিকেলের ঘটনা।
৩১ মার্চ একই রাস্তার তোলা একটি স্যাটেলাইট ছবিতে রাস্তায় রক্তের দাগ ও সাঁজোয়া যান দেখা যায়। ভিডিওটির প্রথম ৩০ মার্চ সকালে পোস্ট করা হয়েছিল। যার অর্থ এটি ২৯ মার্চ বিকেলে বা তার আগের। সূত্র : বিবিসি