আফগানিস্তানের নারী শিক্ষিকারা স্কুলে ফিরছেন

আপডেট: May 7, 2022 |
print news

আফগানিস্তানের নিমরোজ প্রদেশের স্কুলগুলোতে নারী শিক্ষকদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সংবাদমাধ্যম টিওএলও নিউজের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, নিমরোজ শিক্ষা বিভাগ নিশ্চিত করেছে যে আফগান সরকারের পতনের পর চাকরি হারানো সমস্ত নারী শিক্ষকদের আবার প্রয়োজনে স্কুলে নিয়োগ দেওয়া হবে।

নিমরোজ প্রদেশের শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক মৌলভি ইয়ার মোহাম্মদ হকিয়ার বলেন, শিগগিরই ১৯৬ জন নারী শিক্ষককে পুনর্বহাল করা হবে।

নিমরোজ প্রদেশের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার জানিয়েছেন, প্রদেশটিতে নারী শিক্ষক সংকটে রয়েছে।

এদিকে নিমরোজ প্রদেশের শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চাকরি হারানো আফগান নারী শিক্ষকেরা। লিমা নামে নিমরোজ প্রদেশের এক শিক্ষক জানান, গত ৮ মাস ধরে সে তাঁর কর্মক্ষেত্রে যেতে পারছেন না।

তিনি বলেন, ‘ইসলামি আমিরাত আমাদের দায়িত্বে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আমি খুবই আনন্দিত।’

আফগানিস্তানে তালেবান শাসন সরকার ফের ক্ষমতায় আসার পর দেশটির সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ে নারী শিক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার মুখে পড়েছে তালেবান। তবে আফগানিস্তান সরকার জানিয়েছেন, অদূর ভবিষ্যতে নারীদের মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ দেওয়া হবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর