মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

আপডেট: May 27, 2022 |
print news

বরিশাল নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট-সংলগ্ন রেনেটা অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুদীপ্ত সাহা গোপাল (২৪) নগরীর বাজার রোড এলাকার উত্তম সাহার ছেলে এবং অন্তু সাহা হৃদয় (২৪) একই এলাকার ব্যবসায়ী দিলীপ সাহার ছেলে।

গোপাল সৈয়দ হাতেম আলী কলেজের এবং অন্তু ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে রুপাতলীর দিকে যাচ্ছিলেন গোপাল। তার পেছনে বসা ছিলো অন্তু। রেনেটা অফিসের সামনে একটি লাইট-পোস্টের সাথে মোটরসাইকেলটি ধাক্কা লাগলে, ঘটনাস্থলেই নিহত হয় গোপাল।

পরে স্থানীয়রা উদ্ধার করে অন্তুকে শের ই বাংলা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে অন্তুরও মৃত্যু হয়। মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর