আবারও করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

আপডেট: August 24, 2022 |
print news

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। নিজের টুইটারে একটি পোস্ট করে ভক্তদের এ খবর জানিয়েছেন অভিনেতা নিজেই । গত কয়েক দিনের মধ্যে যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের পরীক্ষা করে নেয়ারও অনুরোধ করছেন এ অভিনেতা।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে টুইটারের ওই পোস্টে বলিউড শাহেনশাহ বলেন, ‘একটু আগে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাদের করোনা পরীক্ষা করিয়ে নেয়ার অনুরোধ করছি।’

এর আগে, ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। বেশ কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে পুরো সুস্থ হয়ে বাড়িতে ফেরেন।

ওই সময় তার ছেলে অভিষেকও কোভিড পজিটিভ হয়েছিলেন। তিনিও ভর্তি ছিলেন হাসপাতালে। করোনা আক্রান্ত হন পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনি আরাধ্যাও। তারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

গত বছরের মে মাসে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর আনার ব্যবস্থা করেন অমিতাভ। এছাড়াও ২০টি ভেন্টিলেটর কেনার বন্দোবস্ত করেছিলেন তিনি।

সেগুলোর মধ্যে ১০টি বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কয়েকটি হাসপাতালে পাঠানো হয়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর