বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

আপডেট: September 10, 2022 |
print news

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে ঝুমকি রানী (২৬) নামের এক গৃহবধুর মৃত‌্যু হয়েছে।

শুক্রবার রাতে ওই উপজেলার পুর্ব নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে। ঝুমকি রানী ওই এলাকার মিনাল রায়ের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে বিদ‌্যুৎতের লোকাল লাইনের তার ছিড়ে পড়ে।

ওই তারে বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে ঝুমকি রানী নামে এক গৃহবধু গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক ডা: ধিমান রায় মৃত‌্যু বলে ঘোষণা করেন।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর