সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট: September 27, 2022 |
print news

ঢাকার ধামরাইয়ে একটি আঞ্চলিক সড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছে অন্তত আরো ৬ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল ৭টার দিকে ধামরাই-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের বাসনা কবরস্থানের পাশে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পোশাক শ্রমিক নিহত হয় এবং আহত হয় অন্তত ৬ জন। এর পর ৯টার দিকে একই সড়কের বাসনা বাজারে সড়ক পাড়াপাড় হওয়ার সময় অটোরিকশার চাপায় এক মুদি দোকানি নিহত হয়।

নিহতরা হলেন- ধামরাইয়ের টোপেরবাড়ি গ্রামের পরেশ সরকারের ছেলে পোশাক শ্রমিক প্রতুল সরকার (৪৮) ও বাসনা সরদারপাড়া গ্রামের ডেঙ্গরা সরদারের ছেলে মুদি ব্যবসায়ি নবুল্লা সরদার (৬৫)।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অটোরিকশা জব্দ করা হয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর