ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল প্রধানমন্ত্রীর উপহার সাইকেল

আপডেট: January 26, 2023 |
inbound3359707879300432651
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার এক লক্ষ ৬০ হাজার টাকা সমমূল্যের ২০ টি সাইকেল প্রদান করা হয়।

অদ্যই ২৬/০১/২৩ ইং বৃহস্পতিবার উপজেলা চত্বরে শিক্ষার্থীদের মাঝে এই ২০টি সাইকেল বিতরণ করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ সহ শিক্ষার্থী অভিভাবক বিন্দু।

প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেয়ে খুদের শিক্ষার্থী শ্রাবণী, সীমা সহ বেশ কয়েকজন শিক্ষার্থীর জানান, আমরা সাইকেল পেয়ে অনেক খুশি আমাদের স্কুলে যেতে অনেক সুবিধা হবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় জানান ক্ষুদ্র নিগুষ্টির শিক্ষার্থীরা যাতে স্কুলে অনায়াসে যেতে পারে এবং ভালো পড়াশোনা করতে পারে তার জন্য এমন সহযোগিতা অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর