বগুড়ায় ১৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আপডেট: March 12, 2023 |
inbound794962330408842433
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়ন(৩২) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার(১১ মার্চ) রাত সোয়া ৮ টার দিকে বগুড়ার গাবতলী উপজপলার মহিষাবান ইউনিয়নের একটি বাঁশঝাড়ের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদুল ইসলাম নয়ন গসবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মরিষা দক্ষিণপাড়া এলাকার মৃত- মোফাজ্জল হোসেনের ছেলে।

নিহত নয়নের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, নিহত নয়ন এলাকায় একজন চিহ্নিহ সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ ১৯টি মামলা রয়েছে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড হতে পারে।

মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

তিনি আরও,জানান,এঘটনায় জড়িত দৃর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের অভিযানে মাঠে নেমেছে পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর