মেডিকেল ভর্তি পরীক্ষার ফল দুপুরে

আপডেট: March 12, 2023 |
Boishakhinews24.net 195
print news

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার দুপুরে প্রকাশ করা হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, রোববার (১২ মার্চ) দুপুর দেড়টায় স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ফল প্রকাশ করবেন।

এবার এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪০৪ জন। মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি।

এদিকে ফল প্রকাশের পর তিনভাবে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

ফলাফল জানবেন: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর,

>> স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট

আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাঠিয়ে দেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর