রাশিয়ার কাছ থেকে সুখোই সু-৩৫ যুদ্ধবিমান কিনছে ইরান

আপডেট: March 12, 2023 |
ছবি 3
print news

রাশিয়া থেকে সুখোই-৩৫ (এসইউ-৩৫) যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ইরান। প্রযুক্তিগত দিক থেকে ইরান এসইউ-৩৫ যুদ্ধবিমান কিনতে আগ্রহী। এমনকি যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ। তবে রয়টার্স জানিয়েছে, সামরিক সরঞ্জাম ও যুদ্ধবিমান কেনায় আরও কয়েকটি দেশের সঙ্গে কথা বলা হয়েছে। দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি।

গত বছরের জুলাইয়ে তেহরানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের চাপ নিয়ে আলোচনা করা হয়।

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইরানের তৈরি ড্রোন কামিকাজ ব্যবহার করছে রাশিয়া। এ নিয়ে তেহরানকে দোষারোপ করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা।

এদিকে তেহরানের দাবি, ইউক্রেনে অভিযান চালানোর আগে মস্কোকে ড্রোন দিয়েছিল তারা।

রয়টার্স বলছে, ইরানের বিমানবাহিনীর কাছে তেমন কোনো আধুনিক যুদ্ধবিমান নেই। তাদের কাছে কয়েক ডজন যুদ্ধবিমান রয়েছে যার বেশিরভাগই রাশিয়ার। এ ছাড়া দেশটির ইসলামী বিপ্লবের আগের কিছু যুদ্ধবিমান রয়েছে, যেগুলো কি না ১৯৭৯ সালেরও আগের।

২০১৮ সালে ইরান ঘোষণা দেয় দেশটি কওসর নামে যুদ্ধবিমান তৈরি করবে নিজেদের বিমানবাহিনীর জন্য। কয়েকজন সামরিক বিশেষজ্ঞের ধারণা, এই যুদ্ধবিমান মার্কিন এফ-৫ এর অবিকল সংস্করণ হতে পারে। এসব যুদ্ধবিমান ১৯৬০ এর দশকে উৎপাদন করেছিল যুক্তরাষ্ট্র।

Share Now

এই বিভাগের আরও খবর