ইমরানের সমাবেশকে ঘিরে লাহোরে ফের ১৪৪ ধারা জারি

আপডেট: March 12, 2023 |
Boishakhinews24.net 196
print news

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমাবেশকে ঘিরে লাহোরে ফের ১৪৪ ধারা জারি করেছে পাঞ্জাব প্রশাসন।

রোববারের সমাবেশের আগে শনিবার গভীর রাতে এই ঘোষণা করেছে পাঞ্জাব প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভা-সমাবেশের ওপর এই নিষেধাজ্ঞা বাড়ানো হতে পারে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার ইমরান খানের সমাবেশে বিধিনিষেধ আরোপ করে পাঞ্জাব।

এদিকে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মীর ইমরান খানকে ‘আইন নিজের হাতে তুলে না নেয়ার’ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, লাহোরে ১৪৪ ধারা জারি করা হচ্ছে, কাউকে এখানে সমাবেশ বা জনসমাবেশ করতে দেয়া হবে না।

তথ্যমন্ত্রী আমির মীর আরও বলেন, রোববার লাহোর শহরে এইচবিএল পিএসএলের একটি ম্যাচ, ম্যারাথন এবং একটি সাইকেল রেসও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব ইভেন্ট আয়োজনের পরিকল্পনা এক মাস আগেই করা হয়েছিল। আর তাই সেগুলো সেভাবেই আয়োজন করা হবে।

এর আগে গত ৮ মার্চ লাহোরে ইমরান খানের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেদিনও ১৪৪ ধারা জারি করে প্রাদেশিক কর্তৃপক্ষ। তবে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী বলছেন, নারী দিবস উপলক্ষে আওরাত মার্চ এবং একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আগেই ঘোষণা করা হলেও পিটিআই পরে সমাবেশের কথা ঘোষণা করে।

এছাড়া ৮ মার্চ ইমরানের সমাবেশে পিটিআইকর্মী বিলালের মৃত্যুর জন্য সরকার দায়ি যে অভিযোগ উঠেছে সেটিও অস্বীকার করেন তিনি।

সূত্র: জিও নিউজ ও দ্য ডন।

Share Now

এই বিভাগের আরও খবর