থাইল্যান্ডে তীব্র বায়ুদূষণ, এক সপ্তাহে ২ লাখ মানুষ হাসপাতালে

আপডেট: March 12, 2023 |
Boishakhinews24.net 197
print news

তীব্র বায়ু দূষণের জেরে থাইল্যান্ডে গত এক সপ্তাহে ২ লাখ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। কর্তৃপক্ষ বলছে, ঘন ধুলোর চাদরে ঢেকে গেছে রাজধানী ব্যাংকক।

বার্তাসংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, থাই রাজধানী ব্যাংককে প্রায় ১১ মিলিয়ন মানুষের বসবাস। ভ্রমণ পিপাসুদের অন্যতম গন্তব্যস্থল থাইল্যান্ড। তবে গত কিছুদিন ধরে যানবাহনের ধোঁয়া, শিল্প নির্গমনসহ বেশ কিছু কারণে দেশটির আকাশ ঢেকে গেছে ধুলার চাদরে।

দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তীব্র বায়ু দূষণের ফলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখের বেশি মানুষ। দেশটির উত্তরাঞ্চলের শহর চিয়াং মাইয়ের অবস্থা আরও বেশি শোচনীয়। কৃষি প্রধান এ অঞ্চলে কৃষকেরা ফসল পোড়ানোর ফলে বছরের একটি সময় সৃষ্টি হয় এ অবস্থার।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় শিশু ও অন্তঃসত্তা নারীদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর কেউ বাইরে গেলে তাদের অবশ্যই উচ্চমান সম্পন্ন এন৯৫ মাস্ক পরতে বলা হয়েছে।

জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুর দিকে আরও একবার বায়ু দূষণ চরম পর্যায়ে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্যাংকক শহর কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থেকে কাজ করতে উৎসাহ দিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর