বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনাররা

আপডেট: June 19, 2023 |
inbound4002741139321890575
print news

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গিয়েছেন নির্বাচন কমিশনাররা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার কমিশনার।

আজ সোমবার (১৯ জুন) দুপুর ১২টার কিছুক্ষণ পর বঙ্গভবনে প্রবেশ করেন। রাষ্ট্রপতির সঙ্গে দুপুর সাড়ে ১২টায় তাদের সাক্ষাৎ শুরু হয়।

সাক্ষাতে যাওয়া কমিশনাররা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা ও মো. আলমগীর।

তাদের সঙ্গে ইসি সচিব জাহাংগীর আলমও রয়েছেন। তবে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান দেশের বাইরে অবস্থান করায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত নেই বলে জানা গেছে।

মো. সাহাবুদ্দিন গত ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এরপর ২৪ এপ্রিল তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বগ্রহণের পর এটি নির্বাচন কমিশনের প্রথম সাক্ষাৎ।

Share Now

এই বিভাগের আরও খবর