বগুড়ায় রাজাবাজারে এক ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

আপডেট: July 3, 2023 |
inbound2579727294872671562
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার রাজাবাজারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না কারার অপরাধে এক ব্যবসায়ী ৭ (সাত) হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (০৩ জুলাই) সকাল ১০ টার দিকে বগুড়া শহরের রাজাবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানের সময় নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টিম সহযোগিতা করেন।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, বগুড়া শহরের রাজাবারের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ক্রয় মূল্যের ভাউচর সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রর্দশন না করায় একটি আড়তকে ৭ (সাত) হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ভেজাল মসলা বিক্রি থেকে বিরত, অতিরিক্ত মূল্য গ্রহণ না করা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করার বিষয়ে ব্যবসায়ীদেরকে সচেতন করা হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর