সিংগাইরে ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান


সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসেসিয়েশন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে সিংগাইর গার্লস স্কুল রোডের আড্ডা ক্যাফে -২ রেস্টুরেন্টে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিঃ এর সৌজন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম ওয়াজিদ শিহাবের সঞ্চালনায়, ডা. আবুল বাশার মোল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – বিডিএমএ’র জেলা শাখার নির্বাচন কমিশনার ডা. মোঃ জয়নাল আবেদীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য উপদেষ্টা ডা. মোঃ ওসমান গণি, ডা. মোঃ মোতাহার হোসেন, স্কয়ার ফার্মাটিউক্যালস কোম্পানীর টেরিটরি ম্যানেজার মোঃ রেজাউল ইসলাম ও স্থানীয় সংবাদকর্মী মোঃ সোহরাব হোসেন।
বক্তরা আক্ষেপ করে বলেন, গ্রাম বাংলার মানুষ সকলেই আমাদের ডাক্তার হিসেবে জানেন। আমাদের মাধ্যমে তারা অধিক স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।
তারপরও আমরা ডাক্তার লিখতে পারিনা। পদে পদে আমরা লাঞ্চিত হই। তারা আরো বলেন, আমরা জন্ম থেকেই বঞ্চিত। নিরবে সেবা দিয়ে যাচ্ছি কিন্তু তার স্বীকৃতি পাচ্ছি না।
নিজেদের পরিচয় তুলে ধরার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সেইসাথে প্রশাসনের সু-দৃষ্টিও কামনা করেন তারা।
প্রসঙ্গত, মহামান্য হাইকোর্ট বিভাগে দায়ের করা রীট পিটিশন নং ২৭৩০/২০১৩ মোকদ্দমায় রুল নিস্পত্তি ছাড়া বিচারাধীন অবস্থায় ও শুনানি না হওয়া পর্যন্ত উপ-সহকারি মেডিক্যাল অফিসার পদে নিয়োজিতদের নামের আগে Dr লিখতে বাঁধা নেই মর্মে উল্লেখ রয়েছে।