বগুড়ায় ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

আপডেট: August 29, 2023 |
inbound8127564311584156997
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাগবজর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত দলের চার সদস্য হলেন-সিরাজগঞ্জ জেলা সদর উপজেলাধীন মির্জাপুর গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ ইব্রাহিম হোসেন(৩৬), মৃত-ইসমাঈল হোসেনের ছেলে মোঃ সুমন শেখ(২০),মৃত-মজনু শেখের ছেলে আসলাম শেখ(২২) ও কাশেম আলীর ছেলে মোঃ জিয়াউল হক শুভ(২০)।

নন্দীগ্রাম থানা সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ১০-১২ জনের সংর্ঘবদ্ধ একটি দল ভাগবজর বাহারের কাছে ডাকাতির প্রস্তুতির নিচ্ছিল।

এসময় থানার উপ-পরিদর্শক মজিবর রহমান সঙ্গীয় ফোর্স,পুলিশ নিয়ে ধাওয়া করে ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করেন। সে সময় অপর একটি সিএনজিতে করে আরো ৪-৫ জন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি চাকু,একটি কাঠের বাট যুক্ত লোহার চাকু,দুটি লোহার রড,তিনটি সাদ রংয়ের নাইলনের রশি উদ্ধারসহ তাদের ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আজ মঙ্গলবার বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর