খেলায় অংশ নিতে যাওয়ার পথে ভটভটি উল্টে ১৫ ছাত্রী আহত

আপডেট: September 9, 2023 |
inbound8462498120849932128
print news

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিদ্যালয় পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার পথে তিন চাকার অবৈধ যান ভটভটি উল্টে একটি বিদ্যালয়ের ১৫ ছাত্রী আহত হয়েছে।

আজ শনিবার সকাল পৌনে নয়টার দিকে আক্কেলপুর-শ্রীরামপুর সড়কের ভদ্রখালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত সবাই উপজেলার তিলকপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

আহত ছাত্রীদের মধ্যে ভটভটির ইঞ্জিনের গরম পানিতে তিনজনের হাত-পা মারাত্মক ভাবে ক্ষতি হয়।

তারাসহ অন্যদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সেখানে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন ওই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ।

তিলকপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, আজ শনিবার সকাল নয়টায় আক্কেলপুর উপজেলার মুজিবর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে তিলকপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও ভানুরকান্দা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফুটবল ম্যাচ ছিল।

এ জন্য তাঁদের বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী খেলোয়াড় ভটভটিতে করে সেখানে যাচ্ছিল। শিক্ষকেরা ভটভটির পেছনে যাচ্ছিলেন।

সকাল পৌনে নয়টার দিকে ভদ্রখালি নামক স্থানে ভটভটিটি উল্টে যায়। এতে ১৫ শিক্ষার্থী আহত হয়। দুর্ঘটনার কারণে ফুটবল ম্যাচটি স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া শিক্ষার্থীরা হল রীনা রানী পাহান, স্বর্ণা পাহান, রুপালী পাহান, আয়শা সিদ্দিক, জুঁই পাহান, রাজিয়া সুলতানা, লতা পারভিন, শাফি মণি, সুমাইয়া শিমু, ঋতু খাতুন, সুবর্ণা পারভিন, সাদিকা সুলতানা, নিপা পাহান। তাদের মধ্যে রীনা রানী পাহান, স্বর্ণা পাহান ও রুপালী পাহানের হাত-পা ভটভটির ইঞ্জিনের গরম পানিতে ঝলসে গেছে।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল আলম আকন্দ বলেন, আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজন শিক্ষার্থীর হাত-পা ঝলসে গেছে। তবে সবাই শঙ্কামুক্ত।

আহত দুই ছাত্রী বলেছে, ভটভটিতে করে যাওয়ার সময় তাদের সঙ্গে শিক্ষকেরা কেউ ছিলেন না। সড়ক ফাঁকা ছিল। চালক দ্রুত মোড় ঘোরাতে গিয়ে গর্তে আটকে ভটভটি উল্টে সবাই ভটভটির নিচে পড়ে যায়।

এরপর মাঠের লোকজন এসে ছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর