ফরিদপুরে জিপি এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট: September 12, 2023 |
inbound7935045556971090826
print news

তারেকুজ্জামান,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুর জেলায় ২০২৩ সালে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মঙ্গলবার বিকেল তিনটায় সংবর্ধনা প্রদান করা হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর শহরের শেখ জামাল স্টেডিয়ামে ব্যতিক্রমভাবে জিপিএ-৫ প্রাপ্ত এক ১ হাজার ২৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদানের আয়োজন করেন জেলা প্রশাসন।

এ সময় তাদের হাতে দুই রিম কাগজ ও এক ডজন কলম তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও নির্দেশনামূলক বক্তব্য রাখেন আলোচিত তরুণ উদ্যোক্তা আয়মান সাদিক।

এ উপলক্ষে শহরের শেখ জামাল স্টেডিয়ামে আলোচনা সভা, শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, ও কনসার্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্যকালে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের জুতার দোকানগুলো সব এসি মার্কেটে আর লাইব্রেরিগুলো বঙ্গবাজার, নীলক্ষেত আর ফুটপাতের উপরে।

আমরা শিক্ষিত হবো কীভাবে? আমরা শিক্ষাকে কত কদর করি কিন্তু সেই শিক্ষার লাইব্রেরিকে কখনও এসি মার্কেটে নিতে পারিনি।

ফুটপাতে ফেলে রেখে সেই শিক্ষা গ্রহণ করার সব সময় চেষ্টা করি। এভাবে শিক্ষা গ্রহণ করা যাবে না।

তিনি বলেন, ‘আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত না করতে পারলেও আমরা রাজনীতিকে শিক্ষামুক্ত করেছি।

রাজনীতির সঙ্গে যারা জড়িত তারা ধীরে ধীরে লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে। এটা আমাদের জন্য অসনিসংকেত। যার কারণে এখন টিকটকাররা রাজনীতিতে আসার সাহস পায়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, তোমরা যারা মেধাবী তারাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমরাই এদেশটাকে গড়ে তুলবে।

এই ফরিদপুরকে তোমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো শেখাবে। তোমাদের সবাইকে দেশপ্রেমের মহানব্রতে উজ্জ্বীবিত হওয়ার জন্য অনুরোধ জানাই।

আমরা সার্বক্ষণিক তোমাদের সঙ্গে আছি। তোমরা যেন ঝরে না যাও। এই ১ হাজার ২৬ জনকে নিয়ে আমরা আলোকিত ফরিদপুর গড়ে তুলবো।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বিন কালাম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, বিশিষ্ট উদ্যোক্তা আরমান সাদিক, জিপিএ-৫ প্রাপ্ত ‌ শিক্ষার্থী ‌ ফাহমিদা জাহান তিথি ও সাদিয়া সুলতানা ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কনসার্টে সংগীত পরিবেশনা করেন ক্লোজআপ ওয়ান তারকা কিশোর কুমার এবং চ্যানেল আই সেরা কন্ঠের তারকা আছিয়া আক্তার দোলা।

অনুষ্ঠানের এ পর্বে ‌তরুণ উদ্যোক্তা আরমান সাদিক শিক্ষার্থীদের বিভিন্ন ‌ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির সহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ ‌ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার ৯ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর