মাইকেল জ্যাকসনের টুপি বিক্রি হলো ৭৭,৬৪০ ইউরোতে

আপডেট: September 27, 2023 |
Boishakhinews24 30
print news

মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের আইকনিক মুনওয়াকের সেই হ্যাটটি ৭৭ হাজার ৬৪০ ইউরোতে বিক্রি হয়েছে। এটি তিনি প্রথমবার মুনওয়াকের সময় ব্যবহার করেছিলেন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলামের আয়োজন করে হোটেল ড্রাউট অকশন হাউজ।

১৯৮৩ সালে মোটাউনে সম্প্রচারি কনসার্টের সময় এই হ্যাটটি ছুড়ে দিয়েছিলেন মাইকেল জ্যাকসন।

এর কিছুক্ষণ পরই তিনি তার আইকনিক মুনওয়াক করেন। আর এটিই শেষ পর্যন্ত তার সিগনেচার ডান্স মুডে পরিণত হয়। খবর এএফপি

Share Now

এই বিভাগের আরও খবর