দেশের উন্নয়ন হয়েছে পাহাড় সমান: বদিউজ্জামান সোহাগ

আপডেট: October 1, 2023 |
inbound6639369594944417045
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এইচ, এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, দেশের উন্নয়ন হয়েছে পাহাড় সমান।

বিএনপি জামাত সন্ত্রাস ও নৈরাজ্য সৃস্টি করতে ব্যার্থ হয়ে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী গোষ্ঠির কাছে ধর্না দিয়ে ক্ষমতায় আসার পায়তারা করছে।

সারাদেশে জামায়াত-বিএনপি জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের শরণখোলায় উন্নয়ন ও শান্তি সমাবেশে সোহাগ প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম এ রশিদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সোহাগ বলেন, শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।

কেননা, শেখ হাসিানার হাতেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। যা অতীতের সকল সরকারের তুলনায় অনেক গুণ বেশি। দেশীয় টাকায় পদ্মা সেতু। এখন শেখ হাসিনার পরিকল্পনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

এখন ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ হয়েছে মাত্র আড়াই তিন ঘণ্টার। কিন্তু বিএনপি জোট সরকারের সময় দেশের উন্নয়নের নামে লুটপাট হয়েছে।

সোহাগ আরো বলেন, দেশের উন্নয়ন চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।

আর আমাদের সকলকে শেখ হাসিনার জন্য দোয়া করতে হবে। কেননা, তিনি সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে। দেশের উন্নয়ন ধারা অব্যাহত থাকবে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, মোরেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মোসলেম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, সাবেক অথ্যক্ষ আব্দুল হাই খান প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর