বগুড়ায় র‍্যাবের অভিযানে নাশকতা মামলার আসামি গ্রেফতার

আপডেট: January 20, 2024 |
boishakhinews24.net 26
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র‍্যাবের অভিযানে নাশকতার মামলার আসামি মোঃ সবুজ মিয়া(২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার(১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে বগুড়া সদরের গোদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি সবুজ মিয়া বগুড়ার শাজাহানপুর উপজেলার জেলার মোল্লাপাড়ার রবিউল ইসলাম এর ছেলে। আসামি সবুজের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলাসহ বিভিন্ন থানায় ৫ টি মামলা রয়েছে।

এর আগে ২০২৩ সালের পহেলা নভেম্বর শাজাহানপুর থানায় সবুজের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে নাশকতা মামলা দায়ের হয়।র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাশকতার মামলার আসামি সবুজ বগুড়া সদরের গোদারপাড়া এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে র‍্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে সবুজকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি সবুজে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর