কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট: March 8, 2024 |
inbound6616087850133603008
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধ : ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

কুষ্টিয়া পাবলিক স্কুলের আয়োজনে শুক্রবার বিকেলে শহরের আঞ্জুম’স কিচেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া পাবলিক স্কুলের সহকারী পরিচালক শাহানাজ আমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিকস হাসপাতালের চিকিৎসক ডা: মোহনা,আঞ্জুম’স কিচেনের সিওও সাফিনা আঞ্জুম জনী, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের লেকচারার ইফফাত জাহান হীরা,আইডিএলসি ফিন্যান্স পিএলসির কর্মকর্তা শাহোদা বিভা,সানরাইজ প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক রহিমা আক্তার দিপু, কুষ্টিয়া পাবলিক স্কুলের প্রদান শিক্ষক আরিফুর রহমান, সহকারী শিক্ষক চুমকি খাতুন, বন্যা খাতুন, শারমিন আক্তার প্রমুখ।

পরে কেক কেটে দিবসটি স্মরণীয় করে রাখা হয়।

inbound3194474588190510813

Share Now

এই বিভাগের আরও খবর