ভারতে দাম কমল পেট্রোল-ডিজেলের

আপডেট: March 16, 2024 |
inbound7284208310745689988
print news

ভারতে লোকসভা ভোটের আগে কমল জ্বালানি তেলের দাম। পেট্রল ও ডিজেলের উপর থেকে ২ টাকা করে আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার।

শুক্রবার থেকে নতুন দাম চালু হবে বলে জানিয়েছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, কলকাতায় পেট্রলের নতুন দাম লিটার প্রতি হবে ১০৪.০৩ রুপি আর ডিজেল ৯০.৭৬ রুপি।

ভারতের কেন্দ্রীয় জ্বালানি বিয়ষক মন্ত্রী হরদীপ সিংহ পুরী নিজের এক্স হ্যান্ডলে দেয়া এক পোস্টে বলেন, ‘পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা করে কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদি আবার প্রমাণ করেছেন ভারতের কোটি কোটি পরিবারের কল্যাণই তার সব সময়ের লক্ষ্য।’

এর আগে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমায় মোদি সরকার। তবে প্রায় দুই বছর ধরে তেলের দাম বেশ চড়া। পেট্রলের দাম ১০০ রুপির উপরে, ডিজেলও ৯০-এর বেশি। আনন্দবাজার জানায়, লোকসভা ভোটকে সামনে রেখে তাই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

Share Now

এই বিভাগের আরও খবর