গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ

আপডেট: May 2, 2024 |

আরেফিন লিমন, গলাচিপা প্রতিনিধি: প্রতীক পেয়ে প্রচারনায় ব্যস্ত গলাচিপা উপজেলা নির্বাচনের প্রার্থীরা। দল মত নির্বিশেষে সকল ভোটারদের মন জয় করতে প্রার্থীরা কাজ করে যাচ্ছে। চেয়ারম্যান পদে মাঠে আছে বর্তমান চেয়ারম্যান মু. সাহিন ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। দুইজনই শক্ত প্রতিদ্বন্দ্বী হওয়ায় তুমুল লড়াই এর আশংকা করছে ভোটাররা।

বৃহস্পতিবার গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুঃ শাহিন পেয়েছে ঘোড়া প্রতীক এবং অপর প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ওয়ানা মার্জিয়া নিতু পেয়েছে আনারস প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে পটুয়াখালী জেলা মৎস লীগের সভাপতি মু.নিজামউদ্দীন তালুকদার পেয়েছে চশমা প্রতীক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফরিদ আহসান কচিন উড়োজাহাজ প্রতীক, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিফাত হাসান টিউবওয়েল প্রতীক, পৌর আওয়ামী লীগের নেতা রেজাউল কবির মোল্লা পেয়েছে তালা প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সদস্য শিরিন নাহার আখতার পেয়েছে ফুলের টব প্রতীক, সাবেক মহিলা কাউন্সিলর হেলেনা বেগম এর কলস প্রতীক এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা আক্তার পেয়েছে ফুটবল প্রতীক।

আগামী ২১ মে গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর