শিবগঞ্জে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ ভাইস চেয়ারম্যান পদে ১৪ জনেের মনোনয়ন পত্র দাখিল


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন ও ভাইস চেয়ারম্যান পদে ১০ জনসহ মোট ১৪ জন প্রার্থী আনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২ মে (বৃহস্পতিবার) বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১৪ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
উপজেলা চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, জেলা যুব সংহতি নেতা হুসাইন শরীফ সঞ্চয় ও নারী নেত্রী মোছাঃ ফাতেমা বেগম।
ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, আব্দুল বাকী, আব্দুল্লাহেল শাফি তালুকদার, শাহ নেওয়াজ বিপুল, আরিফ প্রামানিক, গণেশ প্রসাদ কানু।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন- জান্নাতি আক্তার টুম্পা, শাহানা খাতুন, ববিতা ফেরদৌসী, রুলি বিবি ও তানজিলা আক্তার পপি।
এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আব্দুল হান্নান বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৪ জন ভাইস চেয়ারম্যান পদে ১০ জনসহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৩য় ধাপে ২৯ মে তারিখে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।