এমপি আনার হত্যা তদন্ত, কলকাতার পথে ডিবির প্রতিনিধি দল

আপডেট: May 26, 2024 |
inbound195166860446217375
print news

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে কলকাতা যাচ্ছে তিন সদস্যের একটি টিম।

রোববার (২৬ মে) সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তারা।

এই তদন্ত কমিটিতে আরও রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে এমপি আনার হত্যার মূল হোতা আক্তারুজ্জামান শাহীন আমেরিকায় আছেন। তাকে ইন্টারপোলের সহযোগিতায় দেশে আনার চেষ্টা করব।

তিনি জানান, শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে।

তিনি আরও জানান, শাহীন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা।

বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবেন। এরপর ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে।

এদিকে তদন্ত শেষে আজকে কলকাতা পুলিশ দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর