বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলসহ আটক ১

আপডেট: May 26, 2024 |
inbound8621146451024473511
print news

রকিবুল হাসান রিপন, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ৬০৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

গত কাল বিকেলে ওই উপজেলায় সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে তল্লাশী চালিয়ে এ বিপুল পরিমাণ মাদক আটক করা হয়।

এসময় মাদক কারবারী শাহাজানসহ একটি ইজিবাইক আটক করা হয়।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত জানান, গত কাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল নিয়ে একটি ইজিবাইক রংপুরের উদ্দেশ্যে রওনা করবে।

খবর পেয়েই আমাদের থানার একটি চৌকস টিম সেখানে অভিযান পরিচালনা করে সিংগীমারীর আব্দুর রশিদ এর চাল কুমড়া ক্ষেত থেকে ২৩৮ বোতল ও দক্ষিন গড্ডিমারী এলাকার হাসানুজ্জামানের উঠান থেকে একটি ইজিবাইকের ভিতরে বিশেষ ভাবে রক্ষিত ৩৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ সকালে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর