শিবগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন : এমপি জিন্না

আপডেট: July 7, 2024 |
inbound6228158760562117564
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় সারা দেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জের পিরব ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

০৬ জুলাই (শনিবার) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের খয়রা পুকুর বাজারে পিরব হতে বাখড়া রাস্তার দুই পাশে “সারা দেশে ব্যাপক বৃক্ষরোপনের মাধ্যেমে জালবায়ু বিরুপ প্রভাব মোকাবেলায়” শিবগঞ্জ বগুড়া-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

inbound970582284005616252

এসময় উপস্হিত ছিলেন শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, বগুড়া জেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, শিবগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি এরফান আলী, সাধারণত সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেবসহ জাতীয় পাটি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর