লক্ষ্মীপুরে ৭ তলা ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

আপডেট: August 28, 2024 |
inbound3058129666730186030
print news

লক্ষ্মীপুরে ভুলবসত একটি ভবনের ৭ তলার লিফটের খালি জায়গা পা দিয়ে নিচে পড়ে বিবি কুলছুম (৩১) নামে এক নারী মারা গেছেন।

গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকার সাফওয়ান টাওয়ার নামে একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুলছুম নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের ছয়ানী গ্রামের মো. রুবেলের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, কুলছুম স্বজনদের দেখতে আত্মীয়ের বাসায় ওই ভবনে আসে। এসময় ভবনের ৭ তলায় উঠে ভুলবশত লিফটের খালি জায়গায় পা দিলে তিনি নিচে পড়ে যায়।

এতে মাথা-মুখসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা কুলছুমকে উদ্ধার করে স্থানীয় এসএমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ৭ ভবন থেকে পড়ে কুলছুমা নামে এক নারী মারা গেছেন। তিনি ঘটনাস্থরে আত্মীয়দের দেখতে এসেছেন বলে শুনেছি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাটি কেউ আমাদরেকে জানায়নি। খোঁজ নেয়া হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর