অন্তঃসত্ত্বা সারিতার পেটে লাথি মেরেছিলেন মুকেশ

আপডেট: August 29, 2024 |
boishakhinews 15
print news

মালায়ালাম সিনেমার অভিনেতা ও রাজনীতিবিদ মুকেশের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন এক জুনিয়র অভিনেত্রী। এরপর তুমুল সমালোচনার মুখে পড়েছেন মুকেশ। এবারই প্রথম নয়, এর আগেও মুকেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন তার প্রাক্তন স্ত্রী (প্রথম স্ত্রী) অভিনেত্রী সারিতা। পুরোনো সেই সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।অন্তঃসত্ত্বা সারিতার পেটে লাথি মেরেছিলেন মুকেশ। এ তথ্য উল্লেখ করে সারিতা বলেন, ‘আমি যখন অন্তঃসত্ত্বা ছিলাম, তখন মুকেশ আমার পেটে লাথি মারে, আমি উঠোনে পড়ে গিয়েছিলাম।’৯ মাসের অন্তঃসত্ত্বা সারিতাকে রাস্তায় ফেলে চলে গিয়েছিলেন মুকেশ। সেই ঘটনা বর্ণনা দিয়ে সারিতা বলেন, ‘আমি যখন ৯ মাসের অন্তঃসত্ত্বা, ওই সময়ে মুকেশের সঙ্গে বাইরে ডিনারে গিয়েছিলাম। রাতের খাবার খেয়ে ফেরার জন্য যখন গাড়িতে উঠতে যাব, তখন সে গাড়ি চালাতে শুরু করে। আর আমি গাড়ির পেছনে দৌড়াতে থাকি। এক পর্যায় রাস্তায় বসে কাঁদতে থাকি।’শারীরিক নির্যাতনের ঘটনা বর্ণনা করে সারিতা বলেন, ‘একবার মধ্যরাতে মাতাল অবস্থায় মুকেশ বাড়ি ফিরে। দেরি হওয়ার কারণ জানতে চাইলে সে আমার চুল ধরে টেনে নিয়ে মেঝেতে ফেলে মারতে থাকে।’মুকেশের বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল। এ তথ্য জানিয়ে সারিতা বলেন, ‘মুকেশ সবাইকে দেখাতো আমরা ভালো আছি। বিভিন্ন অনুষ্ঠানে সুখী হিসেবে ক্যামেরার সামনে পোজ দিতাম। ওই সময়ে তার অনেকগুলো সম্পর্ক ছিল। আমি আশা করেছিলাম, মুকেশ তার ভুল বুঝতে পেরে ফিরে আসবে।’১৯৮৮ সালে মুকেশকে বিয়ে করেন ৫ শতাধিক সিনেমার অভিনেত্রী সারিতা। ২০১১ সালে ভেঙে যায় তাদের সংসার। এ সংসার ভাঙার ২ বছর পর নৃত্যশিল্পী মেথিল দেবিকাকে বিয়ে করেন মুকেশ। ২০২১ সালে এ সংসারও ভেঙে যায়। তবে অভিনেত্রী সারিতা আর বিয়ে করেননি। চার দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন মুকেশ।

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

Share Now

এই বিভাগের আরও খবর