বগুড়ায় যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা

আপডেট: September 17, 2024 |
inbound3614931986160766481
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ছোট ভাইকে রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টায় বড় ভাই আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ।

১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া শহরের কামারগাড়ী এলাকায় নূর মোহাম্মদ নামের এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় আহত নূর মোহাম্মদ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মারিয়া গ্রামের সেকেন্দার আলী ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগুড়া শহরের জামিলনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এঘটনায় আহত নূর মোহাম্মদের আপন বড় ভাই আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া মেডিকেল ফাঁড়ির এসআই দুলাল হোসেন।

হামলার শিকার নূর মোহাম্মদের ছেলে মেহেদী হাসান জানান,তাঁর বাবার সাথে তাঁর চাচাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধী চলছে।

এমন কি এ ব্যাপারে বগুড়ার আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। মঙ্গলবার আদালতে মামলার হাজিরা দিয়ে রিক্সা যোগে জামিলনগর ফেরার পথে কামারগাড়ী রেলঘুমটির কাছে তার বাবার ওপর হামলা চালিয়ে রামদা দিয়ে কোপানো গয়।এতে তিনি গুরুতর আহত হন।

এসময় উপস্থিত উত্তেজিত জনতা তার বড় চাচা আব্দুল মজিদকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির এসআই দুলাল হোসেনের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, নূর মোহাম্মদের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

তবে আহতের অবস্থা এখন আশংকামুক্ত। প্রাথমিকভাবে জানা গেছে জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হামলা করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর