বগুড়ায় বেসওয়া শাখা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: October 12, 2024 |
inbound514374275351158394
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্হা (বেসওয়া) এর বগুড়া সদর উপজেলা শাখা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১০ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় বেসওয়া বগুড়া জেলা অফিস প্রাঙ্গণে সার্জেন্ট (অবঃ) এ বি এম রেজাউল করিম হিমু এর সভাপতিত্বে এবং সার্জেন্ট (অব:) আব্দুল বাতেন এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে বগুড়া পৌরসভা ও বগুড়া সদর উপজেলা বেসওয়া শাখা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসওয়া বগুড়া জেলা শাখা কমিটির সভাপতি সার্জেন্ট (অব:) এ কে এম আজাদ মিয়া।

তিনি বলেন, বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) একটি অরাজনৈতিক জনকল্যাণমূলক এবং গভ: রেজিস্ট্রেশনকৃত একটি সংগঠন।

সবাই আমরা একই প্লাটফর্মে থাকলে সকল কিছুকে জয় করা সম্ভব। আসুন, আমরা সবাই একটি প্লাটফর্মে থাকি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি ল্যা: কর্পো:(অব:) মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব:) মোঃ দেলোয়ার হোসেন দুলাল।

আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি ওয়া:অফিসার (অব:) মোঃ আজাদুল হক আজাদ, ওয়া:অফিসার (অব:) আলী হাসান, সার্জেন্ট (অব:) আব্দুল বারী,সার্জেন্ট (অব:) সাহাজুল, সার্জেন্ট (অব:) সাহেরুল , ওয়া:অফিসার (অব:) শরিফুল ইসলাম,সার্জেন্ট (অব:) আ: রাজ্জাক,সার্জেন্ট (অব:) আ: লতিফসহ প্রমুখ।

বগুড়া পৌরসভা ও বগুড়া সদর উপজেলা বেসওয়া পরিবারের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানিয়ে, অবসরপ্রাপ্ত সকল সেনা সদস্যদের সু-স্বাস্থ কামনা করে অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন‌।

অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর