বগুড়ায় কলেজ থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতা গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা সদর থানায় হামলার মামলায় সানোয়ার হোসেন(৩৮) নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
২৩ অক্টোবর (বুধবার) বিকালে বগুড়া শাজাহানপুর উপজেলার জামুন্না পল্লীবন্ধু কজেল ছুটির পর বাড়ি ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সানোয়ার হোসেন বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন পাসকাতুলি গ্রামের বাবলু মন্ডলের ছেলে এবং তিনি শাজাহানপুর উপজেলার জামুন্না পল্লীবন্ধু হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত।
এছাড়া তিনি ছাত্র জীবনে আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগ নেতা ছিলেন।এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুূদ আলমের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান , বগুড়া সদর থানার হত্যা মামলার আসামি সানোয়ার হোসেনকে বিকালে শাজাহানপুরের জামুন্না এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।